এই ধরো করোনা কেটে গেছে,
শান্ত-স্নিগ্ধ বিকেল
তুমি আছো আমি আছি-
হাঁটছি পাশাপাশি।
তারপর ঝমঝমিয়ে বৃষ্টি এলো,
ভিজলাম একটু আমি-
তখনো আমার পাশে তুমি।
তোমার মুখের হাসির ফাঁকে,
দাঁত দেখা যায় আক্কেল।
তোমার অমন চাহনিতে-
তখন আমার হার্টফেল।
তুমি ওপাশ ঘুরে দাঁড়াও-
আমি উঁকি দিয়ে দেখি।
তোমার ভিজতে ভালো লাগে-
তখনই বললাম-
"আমি তোমাকে ভালোবাসি"।
তুমি রাত পাহাড়ার মানে,
তুমি আপন সবাই জানে।
তোমার অস্থির করা চোখ-
আমার হাসির আবেগ বাড়ায়
তোমার অল্পতে রেগে যাওয়া-
চারিদিকে সুঘ্রাণ হয়ে ছড়ায়।
তোমার অমন ভালোবাসা,
তোমার অমন কাছে আসা
আমার ছটফট মনে আজ,
প্রেম প্রেম হয়ে ঝড়ায়।
বলো কিভাবেই বা থাকি?
যদি আসে, দুঃস্বপ্নের রাত
ঘুম ভাঙলেই যদি দেখি-
কাঁধে নেই ,তোমার হাত।
তবে এমন ভালোবেসো না,
এভাবে কাছে এসোনা।
আমি দরজায় দিয়েছি খিল-
আজ আমার দারুন জ্বর
জানি! তুমি আমার নও
তুমিই এখন পর।