যদি তোমার বিরহে সখি
কোনদিন যাই মরে
যেনো শুধু-
একদিন উদ্ভ্রান্ত ভালোবাসা পেয়ে,
সারাজীবন ভুগেছি অনাদরে।