শহুরে প্রেমিকারা ব্যাস্ত ভীষম
দ্যাখো-
প্রিয়তির হুল্লোড়ে মাতম শপিং মল,ফুটপাত,সাজের দোকান।
বৃষ্টি ঝরে যায়
আসমানে উড়েছে পালক;
আর চাপা ঠোঁটে আড় চোখে তাকায় ওই নব বধু!
ঝুলে আছে নীল পাঞ্জাবী-লাল শাড়ি
দেয়ালে দেয়ালে আজ উৎসব আমেজ,
যার হাত নেই,পা নেই সে খায় গড়াগড়ি রাস্তায় কাদায়;
মরে যায় যারা এই উৎসবের ফাকে-
তাদের কেউ করেনি গননা
অথচ আমরা জন্ম দিয়েছি নাগরিক অধিকার!

কাগজে-প্যাকেটে মুড়ে মুড়ে চলে যায় দামী খাবার,
টকটকে ফল আর রুটি গোশতো।
এ বেলা কেউ লাঠি হাতে ভিড় করে ফুটপাতে-রাস্তার পাশে
কেউ কেউ মরে যায় মনে মনে;
রাতে চাঁদ উঠে,মায়ামায়া জোছনায় শহর ঘুমিয়ে যায়।
আমাদের উৎসব -আমাদের ঝড়
চলছে;
পালক জড়িয়ে যায় ভেজা জলে
আর কালো সাদা পাজেরো-সুজুকি-মারুতি
চলে যায় কাদা জল সাইডে রেখে,
অথচ আমরা জন্ম দিয়েছি নাগরিক অধিকার
১৭জুন২০১৭

©ওফা ইয়াদ