সুনসান নিরবতায় কসবার ওই নীল দেয়ালের ঘর!
অাসেনা রাত করে হুটহাট কেউ!!
এখন কমে গেছে খদ্দের অামার,
জেগেছে নতুন কেউ,নতুন কোথাও।
রসেভরা ছিলাম অামি ও কোন এককালে,
কোন কালে গোলাপ পেতো অলির দেখা!
পয়সা খসাতি তোরা হন্যে হয়ে,
অামি ও যেতাম মিশে কামনালয়ে।
গোলাপের ভাজে ভাজে পাপড়ি যেমন,
চিবিয়েছিলি অামাকে তোরা তারই মতো!
অামি অার অামি নেই ঝরে গেছে কবে!
তোদের এ কামনারা তেমন ই রবে?
বয়সের টানে পরে ধুকিছে জীবন,
অামার ও ছিল এক পুর্ণ যৌবন।
সময়ের যাতাকলে হাকিছে মরণ,
অার কাউরে করিসনারে তোরা ধর্ষণ!!
জেগে ওঠো যৌবনা,
সমান অধিকারে।
করো তার বিচার এবার ,
যে বানালো পতিতা মোরে।
হ্যা অামি পতিতা এক!!
এ শহর বাড়ি-ঘর
এ নামেই চেনে অামায়!