শন শন বাতাস
পেছনের শালবনে ঢুকে যায় হন হন করে;
রৌদ্রের দাবদাহে সোনালী চিল উড়েনাকো,বসে আছে সে কোথাও-
ঝোপেড় ভেতর টুনটুনির শিষ এসে লাগে কানে।
সোনালী সবুজ ধানের মাঠে লেগে গেছে কৃষকের মন আজ,
ধান কেটে কেটে এই বেলা নেবে ঘরে তুলে।
আমের গাছে ধুম পড়েছে ছেলে বুড়োর
ঘন্টা বাজায় আইসক্রিমের হকার-
গরমের বুকে বরফের চাকা;
আহা শান্তি!
অদূরে লিচুর বাগান বিলোয় মধুমাসের ঘ্রাণ
শুধু তুমি নেই;
সেই কবে হাত ছেড়ে চলে গেছো ভুল বুঝে।
নেবুর রসে মিঠাই দিয়ে এই দুপুরের বেলায়
বলতেই পারতে-
এসো প্রাণ জুড়াও
নাইবা বললে ভালোবাসি!
শালবনের পাতা ঝরে যাবে দিনক্ষন পর
বসন্ত কোকীল উড়ে যাবে
আমাদের হবেনাকো দেখা আর;
মরে যাবে ভালোবাসা তুমিহীন আমিহীন এইসব দিনরাত্রিরে।
আর উড়ে যাবে একা একা
সোনালী ডানার চিল;
উড়ে যাবে অচেনা পথে ফিরবেনাকো আর।
#এক_উদাস_দুপুর
©ওফা ইয়াদ