তারুণ্যের উদ্দীপনায়,
তারুণ্যের মোহনায়,
নতুনত্বের আভায়,
মোরা কিশোর সকল বাঁধার অন্তরায়।
জাতিত্ব, ভাতৃত্ব ধরে,
সংস্কৃতির পথ থেকে এতটুকু না সরে।
মোরা হবো দ্বিগবিজয়ী,
ইতিহাসে হবো রয়ে কালজয়ী।
নৌ হতে সেনা,
কিছুই মোরা ছাড়বো না।
পাড়ি দেবো সমুদ্রের উত্তাল ঢেউ,
দমিয়ে রাখতে পারবে না মোদের কেউ।
একাত্তরে রণাঙ্গনে,
বায়ান্নর মাঠে প্রাঙ্গনে।
মোরা কিশোর ছিলাম অদম্য অভেদ্য,
জয় ছিনিয়ে এনেছিলাম হোক সেটা দুর্ভেদ্য।
মোরা কিশোর জাতির জীবনী শক্তির উৎস,
মোরা কিশোর রবো সকলের প্রতি অহিংস।
মোরা কিশোর হবো মঙ্গল এর অধিবাসী,
মোরা কিশোর হব সকল পাপের সন্ত্রাসী।
অগ্নির দীক্ষায় মোরা হবো দীক্ষিত,
নতুন দিনের সূচনায় মোরা রবো উজ্জীবিত।
নতুন পৃথিবী সূচনাকারী হতেই হবে মোদের,
যোগ দাও সকলে, পাল্টাতে এই পৃথিবী ইচ্ছে যাদের।