অবশ্যেই দূরে আছি, তবু মনে
যেন কতো কাছে প্রাণে, শুভ প্রেম, শুভ দেশে।
একচল্লিশ বছর চললো
কথা বললাম, দৌড়ালাম
তবু আমি নয় কোন স্বাধীন দেশের!
আমাদের দেশ নাই, ভাষা নাই
নাই মানচিত্র
আমি কোন দেশের না,
অামার দেশের নাম ছিট মহল
তবে আমাদের জমি, ভূখন্ড কার অধিন?
কেন এতো দিন পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য
আজ আবেগপ্রবণ
কেন এক অবাঙালি নির্দল পরিস্কার বাংলায় অশ্রু জড়ানো কন্ঠে গেয়ে ওঠেন
“শোনো, একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি...
বাংলাদেশ আমার বাংলাদেশ”? আমি শুনি আর কাঁদি।
আমি একাত্তরের মুক্তিযুদ্ধের সশস্র সাক্ষী
তবু কেন এতোদেরী পেতে ছিটের মানুষের নতুন জীবনের হাতছানি
এতোদিন পর কেন পাবো আমাদের পরিচয়
আমার মৃত বাপজানকে কে শোনাবে
বাবা তুমি আর ছিট মহলের নও
তোমারও দেশ ছিল, স্বাধীন দেশ, নাম তার
লাল-সবুজ, যেখানে জন্মেছে বঙ্গবন্ধু, ভাষাণী, আরো কতো জ্ঞাণী-গুণী
নাম তার বাংলাদেশ
শুনছো বাবা তোমারও দেশ আছে দেশ
নাম তার বাংলাদেশ।
কল্যাণপুর, ঢাকা।
07/05/2015