আছি
ভালো আছি
আমরা কিছু স্বপ্নবাদী স্বপ্নচাষি।
শুনতে পাই
কবে ধরণী হবে
তোমার মা প্রতিম প্রিয়!
সেই মা প্রতিম পৃথিবী
ভালো নেই
যুদ্ধ বিগ্রহে
ক্ষত বিক্ষতের চোপ চোপ তাজা দাগ
এবার নাকি হবে অগ্ন্যুৎপাত, আগ্নেয়গিরি!
ভালো নাই আমার পুরো পৃথিবী।
আমি ভালো আছি
ভালো নেই কৃষকের গরু, ছাগল, মহিষ-ভেড়া
সবই নাকি তোমাদের কাছে অবহেলা।
আমি বেশ আছি
ভালো নাই তোমাদের অাইন ব্যবস্থা
দেশের অবস্থা!
যাপিত জীবনের নাগরিক
তার ঘাড়ে কর বাড়ে
রাষ্ট্রিয় সেবার মান দিন দিন কমে
ওদের বিত্ত বৈভব ফুলে ফুলে পাহাড়-টিলা হয়
আর আমাদের নাগরিকের যাপিত কষ্ট
দেখার কেহ নাই!
আমি আছি
যখন আমার সীমা তালপট্টি
হাজার ট্রিলিয়ন গ্যাস সহ চলে যায়
তখন আমরা থেকোও নাই।
আছি
যখন দেখি প্রিয় বঙ্গে
আমার সবুজ শ্যামল বাংলায়
প্রাচুর্যে ভরপুর লোকালয়
তবু বাজারে এক বস্তা টাকায়
এক ব্যাগ খাবার হয়
তখন আমরা কোথাও নাই।
পুরো পৃথিবী উত্তপ্ত
দেশে দেশে মিসাইল, বোমা আর গোলা বর্ষণ
সভ্য শাসনের নামে এ যেন মিছেই বিভাজন, বাড়ছে কোন্দল।
আছি
আমি আছি
আমরা আছি
আছি কিছু স্বপ্নবাদী
সফল ক’জন স্বপ্নচাষি
পৃথিবীটা যেন হয়
স্বপ্নের স্বর্গীয় আবাস ভূমি।
28-09-2014
কল্যাণপুর, ঢাকা।