পথে পথে হাটি,
তবুও না পথের আমি।

বেলা অবেলা কতো যে তোমার দিকে চেয়ে থাকি,
তবুও না তোমার আমি!

দিন রাত তোমায় ভাবি,
ভালোলাগায় একা একা হাসি,
এ মনে তোমার ছবি আঁকি,
তবুও না তোমার আমি!

তোমার জন্য দু’হাতে নিয়েছি
পুরো সমু্দ্রের জল
স্নানে শুদ্ধ হোক প্রেম আত্না
তবুও যদি হও আমার।

দু’হাতে নিয়েছি
ক্যাকটাস, গ্লাডিওলাস, রোজ আর বাংলার বেলি
চুপিসারে ছিটিয়েছি তোমার পথে
তবুও যদি তোমার মন রাঙে।

সহস্র, কোটি বছর দাড়িয়ে আছি
বাঁকের ধারে বট গাছ হয়ে
যদি তুমি শীতল হও
বটের ছায়ে।

27-08-2014
কল্যাণপুর,ঢাকা।