কেন জানি ভুলতে গিয়ে হৃদয় মাঝে
তাকেই বারে বারে ডাকি
অনুপম, স্নেহ-মায়ায় তারই প্রতিকৃতি আঁকি।
কেন জানি ভুলতে গিয়ে
ফিরে যাই সেই বাল্য বেলায়
স্কুল ফেরার পথে বিলের ধারে দু’জন মিলে
শালুকের কলি তোলা নিয়ে হুড়োহুড়ি
ফুল বন্টন নিয়ে হৃদয় মাঝে জড়াজড়ি
সেওতো তোমারই ছবি
বলো কিভাবে তোমায় ভুলি।
কতোবার ভুলতে গিয়ে তোমায়
মন দিয়েছি দেশ প্রেমে
কর্ষণে কাদায় ফলাবো
সবুজ ঘাস
ফলাবো সোনালী ধান
ভোর বেলায় আইলের ধারে যেতেই
শিশিরের স্পর্শে তুমি দিতে হেসে
সেখানেও তোমারই বসবাস!
তোমাকে ভুলতে গিয়ে কতোবার
ঘর ছাড়া হয়েছি
হেটেছি দীর্ঘ পথ
হয়েছি পর্যটক
প্রেম করেছি নতুন নতুন পথে
তবুও কার জন্য যেন
বুকের ভেতরটা অভাব অনুভব করে!
ভিষণ দূরারোগ্য পেয়েছে আমায়
তবুও করছি তোমারই আরাধনা
হে স্বপ্ন সারথি
প্রণয় কন্যা
আদৌ কি তোমায় যাবে না ভোলা?
কেন জানি ভুলতে গিয়ে
আরো বেশি গভীর অনুরাগে
আরো বেশি প্রেম তিথিতে জড়িয়ে যাচ্ছি!
(সংক্ষিপ্ত)
18-08-14
কল্যাণপুর, ঢাকা।