সুপ্ত তীব্র বাসনা ছিল মনে মনে
অপ্রকাশিত তোমার
জানি আমারও।

আমিতো ভেবেছি তোমার হৃদয় গহীনে আমার প্রতিকৃতি
আর তুমি আমাকে দেখাও কোন এক স্নিগ্ধ সন্ধ্যায়
দূর দিগন্তের গুচ্ছ পুঞ্জ, নীহারিকার ঝড়ে পড়া!

আমি চাই বাড়ীর পাশে পুকুর পাড়ে বসে
তোমার চিবুকের স্পর্শ, সোহাগে হাত বুলানো।

আমি চাই তোমার চুলের গন্ধ
চাই তোমার গতরের ঘ্রাণ
আর তুমি আমায় দেখাও
দূর নক্ষত্র, দেখাও সমুদ্রের ঢেউ!

জানি কখনো মধুময়
সম্পর্ক ছিলনা
তবুও ক্ষিণ আশা ছিল
বাঁধনে বাঁধার
তাও তুমি ডুবাতে চাচ্ছ অবেলায়!

রবীন্দ্রনাথের একরাত্রি গল্প পড়েছ নিশ্চয়?

সেই এক রাত্রির ভয়াবহতা
আমৃত্যু সঙ্গির কাহিনী হবে আমার
যদি তুমি দেখাও
দূর আকাশ, ঝড়ে পড়া তাঁরা?

আমি চাই দিবাস্বপ্নে দেখ আমায়
তুমি কিনা কথা কও বাঁকা
আমি কি বলতে পারি
ভালো থেকো আমার
একরাত্রির জীবন সখা?

কল্যাণপুর, ঢাকা
03-08-2014
odriarif09@gmail.com