আমার ভালোবাসার সুখ বিলাসী
মনোহারিণী, প্রণয়ের ঐশ্বর্য
তোমাকে কি ভালোবেসে বুকে টেনে নিতে কার্পণ্য করি
আমি যে আর কাউকে না তোমাকেই ভালোবাসি
স্বপ্নবাঁধি, ঘর করি, অফিস ব্যস্ততার মাঝেই সময় করে
তোমায় নিয়ে বেড়িয়ে পড়ি,
নাট্যকলা, রবীন্দ্র সরোবর, বকুলতলা,
টং দোকানের চা পান করা,
সবই তোমার, তোমার প্রণয়ের প্রতি পাগলামি।
যখন তোমার জঘন ঘরে
চৈত্রের আগুন জ্বলে
আমাকেই কাছে টানো, ব্যাকুল প্রায়
চাহনি, আমিও অস্থির কাঁপি,
অবশেষে প্রণয়ের জলে ডুবি
আহ! কি প্রশান্তি!
16-03-14
কল্যাণপুর, ঢাকা
odriarif09@gmail.com