মন তুই সুখী হতে গিয়ে
সুখ খুঁজে তুই পেলি নারে
তোর সুখের পাখি উড়ে গেছে
তোরই চোখের সামনে দিয়ে।
সেতো এসেছিল সেতো বলেছিল
কিছু ভালোবাসা চেয়েছিল
তুই দিলি না তারে দিলি না তারে
ঠাঁই, তোর আপনও ঘরে।
তাই অভিমানে সুখের পাখি
বাসা বাঁধা অন্যের ঘরে।
ওরে ও মন ওরে ও মন
আর কেঁদে কি হবে সাধন
এখন যেতে হবে যেতে হবে
ফুরিয়ে এসেছে তোর জীবন।