ছিলে কোথায় এসেছো কোথায়
যাবে কোথায় তুমি
একবারও কি ভেবে দেখেছো
মন আমার খানি
কেবা এলো কেবা গেলো
কেবা ঘুমিয়ে ছিলো
এই ঘরে শুনি।
হাওয়া নিয়ে এতো অহংকার
হাওয়া বের হলে ঠাঁস তুমি
বন্ধ করো এতো নাচ
এতো অহংকার জ্ঞানী
দুচোখ বন্ধ ঘরে
দেখো তারে
হাওয়ার গতিবেগ মণি।
মন
আর কত নেবে জন্ম
মৃত্যু হবে
খাবে ঘাস
হবে লাশ
এবার চেনে নেও তোমারে তুমি।