আমার প্রেমিকা হবা?
তোমাকে নিয়ে
তোমার কথা
গোলাপের কথা
শাড়ির কথা
চোখের কথা
প্রেমের কথা
কাজলের কথা
তোমাকেই লিখবো।
আমার বউ হবা?
তোমাকে দিয়ে
বাসন মাজাবো
ঘর পরিস্কার করাবো
জুতো পালিশ করাবো
জামা কাপড় কাচাবো,
আর যদি তোমার প্রথম শেষ পুরুষ হই
আমার পুরো জীবন সপে দেবো
তোমার হয়ে থেকে যাবো তোমার তরে।