চোখে তোমার কাজল অল্প হলে বিশ্রী লাগে তোমায়
ঠোঁটে লিপস্টিক অল্প হলে বিশ্রী লাগে তোমায়
খোঁপায় তুমি ফুল না দিলে বিশ্রী লাগে তোমায়
আরে শাড়ি ছাড়া খুব খুব বিশ্রী লাগে তোমায়
হ্যাঁ চুড়ি ছাড়া বিশ্রী লাগে তোমায়
নাকের নোলক ছাড়া বিশ্রী লাগে তোমায়
কানে দুল না থাকলে বিশ্রী লাগে তোমায়
বিশ্রী লাগে বিশ্রী লাগে না দেখলে তোমায়
তোমার মুখে হাসি না দেখলে বিশ্রী লাগে তোমায়
এতো কেনো বিশ্রী লাগে সাজলে বেশি তোমায়
না সাজলেই তুমি বেশ সুন্দরী ভালোবাসি তোমায়
বিশ্রী লাগে বিশ্রী লাগে অবহেলা করলে তোমায়
আমি তুমি তুমি আমি একজনই দুই ভাবলে বিশ্রী লাগে তোমায়
বিশ্রী লাগে বিশ্রী লাগে যখন পাইনা আমি তোমায়
দূরে যেওনা জড়িয়ে থেকো না জড়ালে বিশ্রী লাগে তোমায়।