পৃথিবীর সকল রূপ তুচ্ছ, তোমার রূপে ডুবেছি,
আমার দমে বাজে তোমার নামের ধ্বনি,
তোমার রূপ ছাড়া নয়নে আর কিছুই নেই,
তোমাকে ভালোবেসে ভুলে গেছি নিজেকে।
এশক ছাড়া বাঁচার পথ নেই এই অন্তরের,
ফিরে যাওয়ার পথ ভুলে গেছে সে,
ক্ষমা, দয়া, আর ভালোবাসা বিনে কিছুই চায় না,
তুমি গ্রহণ করো এই অসহায়কে।