একটা কথা বলি?
—বলুন?
আপনার চোখ দুটো অনেক সুন্দর,
ঐ চোখ দুটোর প্রেমে পড়েছি।
—শুকরিয়া।
এই শুনুন?
—জ্বি বলুন?
আমার সাথে থাকবেন সারাজীবন।
আমাকে ভালো বাসবেন।
আমার হাতটা ধরবেন।
আমি অন্যদের মতো অতো স্মার্ট নই।
আমার অনেক টাকা নেই।
আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি
কখনো ছেড়ে যাবো না,
কাল বৈশাখী ঝড় কিংবা অভাব বা আমাদের—
মাঝে মান অভিমান
কখনো যদি হয়, পাশে থেকে যাবো
ঠিক আঁধারে জ্বলে থাকা ঐ চাঁদের মতো
দিনের সূর্যের মতো,
থেকে যাবো আপনার পাশে
ঠিক ভোরের বাতাসের মতো সত্য হয়ে।