জাতির জন্য জাতিসংঘ,
অথচ জাতিসংঘই বুঝে না ‘জাতির মর্ম!
আফগানিস্তানে ভূমিকম্পে মানুষ মরছে
কত-জনে স্বজন হারিয়ে কাঁদছে,
আর জাতিসংঘ কি আঙুল চুষছে?
কোথায় এখন বিশ্ব মানবতার কাণ্ডারি গণেরা
কোথায় এখন টেলিভিশনে বসে বলা নীতি কথা?
আহারে কত জ্ঞান আর কত রীতিনীতি,
কোথায় জাতিসংঘ—
এই কি জাতির প্রতি তোমাদের পিরিতি?
সব কিছুতেই খুঁজলে নিজ স্বার্থ
নামেই শুধু বানাইছো জাতিসংঘ!