শূন্য হতে আসে মানুষ
আবার শূন্যে চলে যায়
এই শূন্যই পূর্ণ করতে
দুনিয়ায় পাঠায়
মাওলায় দুনিয়ায় পাঠায়
মানুষ কোথায় হারায়
নীতি কথা আর আদর্শ
মানবতার তথ্য
জানে সকলে মানে কয়জনে
সেটাই মূল অর্থ
মানলে মানুষ না মানলে সে
কি হয়ে যায়
তাহা যদি লিখি এখানে
ভেজার সকল জনায়
মানুষ কোথায় হারায়