তুমি এমন কি পেলে
ছেড়ে গেলে আমায়?
তুমি এমন কি ছুঁইলে
ভুলে গেলে আমায়?
যা চেয়েছিলে তা-ই কি পেয়েছ
যা হওয়ার কথা ছিল তা-ই কি হয়েছ?
হয়েছ কি পাখি
হয়েছ কি সুখি
হয়েছ কি যা তুমি?
নাকি তুমি যার জন্য গেলে
তা হারিয়েছ তুমি
হারিয়েছ সে পাওয়া
হারিয়েছ সে সুখ
হারিয়েছ সে বুক,
যেখানে তুমি মাথা রেখে কাঁদতে
যেখানে তুমি মাথা রেখে হাসতে
যেখানে তুমি মাথা রেখে বাঁচতে?
পেয়েছ কি নাকি হারিয়েছ
যা তুমি চেয়েছ
যার জন্য আমায় ছেড়েছ?