চারদিকে মানুষ আর মানুষ,
আমিই শুধু মানুষ নই!
মানুষ হলে আমার তো দুঃখ থাকতো,
সুখের জন্য চাওয়া পাওয়া থাকতো,
পাওয়া না পাওয়া জুড়ে থাকতো হাহাকার,
থাকতো ঘৃণা, বেদনা, যন্ত্রণা,
থাকতো শাড়ি, থাকতো ঘর—
ঘরে থাকতো প্রিয় মানুষ,
অথচ আমি জানিই না শাড়ির রং কেমন,
ও-কি সংসারী শাড়ি নাকি বিচ্ছেদের আড়ি!