সবাই যখন বড় হতে উপরের দিকে ছুটছে
তখন আমি পথের ধুলো হতে পথে নেমেছি,
এই পথের ধুলো আমাকে শিখিয়েছে কিভাবে বাতাসে মিশতে হয়।
*
কি এক রংতামাশা হায় হায় অধম ‘হায়রে অধম!
রঙিন কাপড়ে অনেক হয়েছে আয়োজন,
এবার সাদা কাপড় পরিধানের কর সাধন।
*
আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে,
বিশ্বাস আছে রিজিকের প্রতি,
শুধু বিশ্বাস করি না ভাগ্যের প্রতি,
ও আমার তিন আঙ্গুলের কপালে ফাটা এক ছবি!
*
পিছে ফিরে আর কি খুঁজিস? ওরা হারিয়ে গেছে!
সামনে মরণ তোকে, বলছে ‘স্বাগতম আপনাকে!
*
সবকিছুই যখন শেষ হয় মরণে,
এতকিছুর আয়োজনে ডুবে ছিলি ক্যান অধম?
সবাই নাহয় চালাক ছিলো,
তুই একটু বোকা হতে পারলি না!
*
মরণ শেষে ফিরে যেতে হয় যার কাছে,
এই দেহে জীবন থাকতে তার সাথে আমার প্রেম হোক সাক্ষাৎ হোক,
নইলে যে দুনিয়ার মানুষের কাছে যেমন ঠকেছি সে-ও হয়তো তেমন ঠকাবে!
*
ঠকা-ঠকির দুনিয়ায় অধম ঠকার দলে,
তোমার দুনিয়াতেও কি অধমকে ঠকার তালিকায় রাখবে?
*
জল ছাড়া যদি মাছ বাঁচে আর লতা ছাড়া পাতা,
তোমাকে পাওয়ার জন্য লিখবো না আর কবিতা!
কারণ তোমাকে পাওয়ার বাসনা আমাকে চিরকাল ক্ষুদার্ত করে রাখে,
সত্যি বলছি তারা বাঁচুক কিংবা মরুক, তোমাকে ছাড়া আমি মৃত।
*
যখনই বলি তোমার কথা বেশিরভাগই হাসাহাসি হয়,
তামাশার জগতে প্রেম নাই সাধনা নাই,
আছে শুধু ‘লোভ, ক্রোধ, অহমিকা! আর প্রতারণা।
*
কবিরা কবিতায় সুন্দর কবিতা বিহীন ক্ষ্যাত, আর বাস্তবে ভিখারি!
চিরটা-কাল কবি তোমার তরে ভিখারি হয়ে রইলাম।