আমার মাবুদ যারে ‘শব্দ লেখার বিদ্যা শিখাইলো,—
তার হৃদয়ে জ্বালা দিলো! হায় ছন্দের মালা পরালো!