-১
গাড়ি আছে বাড়ি আছে ঘরে আছে এসি
ইচ্ছে হলেই গোরুর মাংসের বদলে খেতে পারে খাসি।
ঘরে আছে কাজের লোক, দেয় জামা-কাপড় কেচে
পোলাও মাংস খেয়ে সুখ সাগরে ভাসে।
ধনীর নাই কোনো চিন্তাভাবনা ভাই
ব্যাংকে আছে লাখ টাকা, ঘরে সোনার গহনা হায়।
ইচ্ছে হলেই গোরুর মাংসের বদলে খেতে পারে খাসি
গাড়ি আছে বাড়ি আছে ঘরে আছে এসি।

-২
কীভাবে দেবো ঘর ভাড়া, কী খেয়ে বাঁচবো মোরা।
না পারবো চাইতে না পারবো খাইতে
মাস শেষ হচ্ছে ভাবতে ভাবতে।
জমানো টাকা হয়ে গেছে শেষ
এখন আর মধ্যবিত্ত নেই নিম্নবিত্ত বেশ।
যা ছিলো খেয়ে-দেয়ে কেটেছে মাস
এভাবে লকডাউন চললে আমরা হবো জিন্দালাশ।
মধ্যবিত্ত মানুষ আমরা, না পারবো হাত পাততে
দিন যাচ্ছে এখন ভাবতে ভাবতে।

-৩
ঘরে প্রয়োজন যতটুকু চাল
ত্রাণ দিয়েছে তার চেয়েও কম, আধা কেজি ডাল।
দুখীর দুঃখ আর ঘুচে দেয় কে
ঘর ভাড়া তো মওকুফ করে না বাড়িওয়ালা যে।
দু’মুঠো ভাত পেতে গায়ের ঘাম ঝরে
বড় বড় কথায় কী স্যার খিদা মরে?
রিকশা নিয়ে বের হয়েছি জীবিকার খোঁজে
করোনার চেয়েও ভয়ংকর সন্তানের চোখের জল যে।