সমাজে আজ হিংস্রতা বেড়েই চলছে, আমি মানুষ খুঁজে পাচ্ছি না,
মনে হচ্ছে সেই আরবের বর্বর জাতি আমরা, সেই দেড় হাজার বছর পূর্বে ফিরে গিয়েছি,
জ্যান্ত নারী দাফন ছাড়া সবই হচ্ছে এখন, অতীতে আমরা মানুষ ছিলাম না,
এখনও বুঝি আমরা মানুষ হলাম না, সত্যিই কি আমরা আসলেই মানুষ না!
ঐ পাহাড়ে আমার মায়ের ঘর পুড়ে, রক্তাক্ত হয় পিতা,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার ভাই মরে,
কারা ঘর পুড়ালো আমার মায়ের? কেনো ওরা আমার ভাইকে পিটিয়ে মারলো?
আপনার আমার জীবনের নিশ্চয়তা আজ কোথায়? বা কতটুকুই আছে?
কে জানে হয়তো আমিও হতে পারি কিংবা আপনি রাজনীতির শিকার,
হয়তো আমরাও হতে পারি বিনাকারণে মৃত লাশ,
হয়তো আমার কিংবা আপনার বোনও হতে পারে ধর্ষণ,
মেয়েদের আজ নিরাপত্তা কোথায়?
বোধে এখন রোগ হয়েছে হারিয়ে গেছে মনুষ্যত্ববোধ,
মেধাবীদের অন্তরে এখন অহংকার জমেছে,
হয়ে উঠেছে তারা খুনি সন্ত্রাস আরও অনেক কিছু!
এমন ছাত্র ঘরে ঘরে যদি জন্মায়
মানুষ হওয়া হবে না আর এই সোনার বাংলায়,
এমন নোংরা রাজনীতি যদি চলে বাংলায়
পাহাড়ে আর থাকবে না কেউ, হবে না আর সবুজ শ্যামল বৃক্ষ ধূলির ধরায়,
পুরুষ যদি মানুষই না হয় আর ভূমিতে,
নারীর সম্মান কোথায় নিরাপত্তা কোথায়?
ছাত্ররা এখন বিচারক সেজেছে 'শিক্ষক হয়েছে লজ্জিত!
ধ্বংস হচ্ছে এই সমাজ, নেই বিবেক শুদ্ধ।
কতটা হিংস্র হলে ভাত খাওয়ানোর পর পিটিয়ে মারা হয় তোফাজ্জলকে,
ক্ষমতার জোর দেখিয়ে টোল ভাড়া না দিয়ে কর্মচারীদের গায়ে তোলা হয় হাত,
ধর্মের নামে ফতোয়া দিয়ে মানুষকে আঘাত করা হয়, হত্যা করা হয় মানুষকে!
আচ্ছা কাশফুলের কি ধর্ম আছে? দেখলাম লেবাসধারীরা কাশবন পুড়িয়ে দিলো!
পবিত্র জুম্মার দিনে বায়তুল মোকাররমে মসজিদের মধ্যে দুপক্ষের সংঘর্ষ!
ওরা কারা যাদের লাথিতে 'এক নারীর পেটে মারা গেল শিশু!
বিশ্বাস করো তোমরা জিজ্ঞেস করতে ইচ্ছে হয়,
জানতে ইচ্ছে হয় কাশফুলের ধর্ম কি?
মেধা তো ইবলিশেরও ছিলো, মনুষ্যত্ব যদি না থাকে—
কি হবে আর বড় বড় ডিগ্রি দিয়ে! মানুষের ক্ষতিই যদি হয় তবে?
কোথায় যেন শুনেছিলাম “আবার তোরা মানুষ হ”
তোদের মনুষ্যত্বের বড্ড অভাব,
মনুষ্যত্ববোধ যদি জাগ্রত না হয়, সে মানুষ নয় তার পশুর স্বভাব।
পশুকে কেউ মানুষ হতে বলে না কিন্তু মানুষকে মানুষ হতে হয়,
মানুষ যদি না হতে পারিস বড় বড় ডিগ্রি তোর বৃথা!
তোদের বোধে রোগ না হলে মনুষ্যত্ববোধ হারাতো কি?
আত্মার চিকিৎসা কর হে মানবজাতি,
মানুষ যদি মানুষই না হয় তাকে তো বলা হয়—
“উলাইকা কাল আনআম বাল হুম আদ্বাল”
সকল ধর্মেই আমি পেয়েছি মানবতা, প্রেম, মানুষ,
অথচ আমি দেখি হৃদয়ে তোদের ধর্ম নেই আছে হিংস্রতা!
তাই আমি মানুষ খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে সেই আরবের বর্বর জাতি আমরা,
ধর্ম তো চরিত্রের নাম, চরিত্রে যদি ধর্ম ধারণ না হয়,
লেবাসে কি হয় কাম! ধর্ম হৃদয়ে ধারণ না করলে লেবাসের ধর্মে শান্তি নাই!
মানবতা, প্রেম, সুন্দর আদর্শ আর মানুষে পৃথিবী হোক আলোকিত।