রিকশা চালক বাবা রিকশা নিয়ে বের হয়েছে
গার্মেন্টস শ্রমিক মা গার্মেন্টসে যাচ্ছে
ফুডপান্ডায় কাজ করা ছেলেটি
এ গলি ও গলি ঘুরে খোঁজে বেড়ায় ঠিকানা
তুমি এরপরেও বলবে সুখি নও তুমি,
তুমি কি ঐ রিকশা চালক বাবার মতো
তুমি কি ঐ গার্মেন্টস শ্রমিক মায়ের মতো
তুমি কি ঐ ফুডপান্ডায় কাজ করা ছেলেটির মতো
না না তুমি তো তা নও, তবে কিসের হতাশা
এটাই জীবন এটাই জীবিকা।
জীবনকে একবার ভালোবেসে দেখো
দুঃখ হতাশা থাকবে নাগো,
ফুল ফোঁটে ঝরে যায় নতুন ফুল শোভা পায়
জীবনটাই এমন তাই হতাশ হওয়ার কিছুই নাই
জীবন খুব সুন্দর, সুন্দর করে যে ভাবতে পারে
তোমার মন করো আকাশের মতো ওরে
বুকে জমা থাকা কষ্ট পড়ুক বৃষ্টির মতো ঝরে
জীবন খুব সুন্দর, সুন্দর করে যে ভাবতে পারে
চাওয়া পাওয়ার হিসেব আজই করো শেষ
সুখ দুঃখের হিসেব আজই করো শেষ
হাসো তুমি সতেজ হাসি ভালো থাকবে বেশ,
যা আছে তা নিয়ে খুশি থাকাই সুখ শান্তি
বাকি সব মরীচিকা।