একা একা পথ হেঁটে
নিজের সাথে কথা বলে,
দুচোখে কান্না পেলে
সে আকাশ দেখে।
ঐ আকাশে নাকি সুখ আছে
রংধনুর রং ধরে সে থাকে,
আর মেঘ হয়ে হৃদয়ে
প্রতিদিন কে ঝরে?
কেনো এমন হয় মন!
ঝড় ওঠে,
অতি নিকটে এসে
দিয়ে যায় যন্ত্রণা,
এইযে এইখানে
তোমরা যাকে হৃদয় বলো চিনো।