বায়ান্নতে জীবন দিছে রফিক চব্বিশে দিছে রাফি,
ইতিহাস ঘুরে-ফিরে আসে জানো নাকি?
কারবালার রক্ত বাংলার জমিনে,
দিয়েছে জীবন হয়েছে শহিদ নরপিশাচদের গুলিতে!
কোথায় বড় বড় কবি, লেখক, সেলেব্রিটি আর মানবতার ফেরিওয়ালারা?
আমার ভাই বোনদের রক্তে রঞ্জিত সোনার বাংলা।
ওরা কোটা দিয়ে ডুবাচ্ছে দেশ, হচ্ছে সোনার বাংলা শেষ
ওরা মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে চলছে অনাদিকাল,
তাই বুঝি আজ বাংলার আকাশ প্রতিবাদে লাল!
ওরা ক্ষমতার জন্য অন্ধ হয়ে গেছে, মনুষ্যত্ববোধ বিক্রি করে খায়।
ওরা আমার মেধা কাইরা নিতে চায়!
জান দিয়ে মান কেনা বাংলাদেশ ভালো নেই,
নরপিশাচরা খামচে ধরেছে মেধাবীদের লাল সবুজের পতাকা।
অন্যায়ের কাছে ইমাম হোসাইন হয়নি নতো,
দিয়েছে জীবন থেকেছে সত্যের পক্ষে জানে বিশ্ব।
হে বাংলার সূর্য সন্তানেরা তোমাদেরই হবে জয়,
ভুলো না বায়ান্নর আন্দোলন একাত্তরের ইতিহাস
তোমরা ছাত্র সমাজ ভয়কে করো জয়, তোমাদের নেই ভয়।

|| উৎসর্গ 'সাইদ, আসিফ, রাফি, ওয়াসিম, আদনান এবং নাম না জানা শহিদদের তরে।

জুলাই, ২০২৪