ইদের দিনে আনন্দ নাই মনে
গরিবের ইদ আনন্দ কিসে?
যার নাই ঘরে ভাত
তার কিসে শুভ্র প্রভাত?
ইদের চাঁদ যায় কেঁদে।
নতুন জামা, কোরাম পোলাও
ধনীরা তোমরা খাও,
তোমাদের ইদ আনন্দে
গরিব যায় হেসে,
ইদের চাঁদ যায় কেঁদে।
খুশির এই পবিত্র দিনে
বলি তাই মন তোমারে,
গরিব ধনীর ভেদাভেদ ভুলে
ইদের আনন্দ করলে সকলে
তবেই অন্ধকারে যাবে চাঁদ হেসে,
আনন্দ পাবে মানুষ ভালো বেসে।