পৃথিবীটাই এমন সই
মরে গেলে কে কার খবর রই
ওরে বেঁচে থাকতে করেনা কদর
মরে গেলে দেখ সই কত আদর
মরা দেহ জাগ্রত কর।
যদি না থাকে টাকা
আবার হবে দেখা
ছেড়ে সই তোরা সেই আশা।
হে খোদা মরণের টিকেট দাও মোরে
ফিরে আসতে চাই তোমার ধারে
ভালো আর লাগেনা মিথ্যে দুনিয়া
সকলে স্বার্থের পাছে ছুটে।
হারিয়ে যাওয়ার পরে
আসে না নিতে খবর কেউ ওরে
বেঁচে থাকতে শোনায় কত কথা ভবে
বলে আমি তুমি
তুমি ছাড়া বাঁচবোনা আমি
মরে গেলে ভুলে যায়।
প্রিয় সজনী
প্রিয় মানুষই ভুলে যায়
কার কথাই অধম লিখবে হায়
স্বার্থ ছাড়া কেউ কারো নই
পৃথিবীটাই এমন সই
মরে গেলে কে কার খবর রই।