নুন আনতে পান্তা ফুরায়
নুন খাব কেমনে
বেঁচে আছি এটাই অনেক
তোমাদের এই ভুবনে।
সাধুর দেশে অসাধুরা
করতেছে জমিদারি
সে দুঃখে সাধু জনেরা
কোথায় গিয়া লুকাইলি।
চোখ রাঙায়ে ধমক দেয়
মনগড়া দেয় গালি
টাকার জোড়ে অর্জন করে
বড় বড় হাত তালি।
মাটির মানুষ কথা বলে
মনে হয় সে মরবে না
অহংকারে মাটিতে তার
পড়ে না দুই পা খানা।
অসাধুতে আমার দেশ
ধইরা আছে সাধুর বেশ
উচিত কথা কইলে
আমি অধম ভালা না।