শোনো রে শোনো মন তোমারে বলি
কেঁদো কেঁদো কেঁদো তুমি
যদি ঝরে তোমার চোখে জল
হবে খুশি আমার দয়াময়
সে খুশিতে আখেরাতে
পাড় হবো আমি এক পলকে
নীরবে বসিয়া নিরঞ্জনে
ডেকে তুমি গোপনে মধুর সুরে
তিনে যে আমার আমি যে তার
তুমি আমি এক আত্মার
শুদ্ধ হতে ব্যাকুল প্রাণ তাই
মিশতে হবে সে আত্মায়
আঁধারও ঘুচিবে আসিবে আলো
বাসিও মন তাহারে ভালো
সে ব্যতীত তুমি কালো
চাঁদের নেই যেমন নিজেস্ব আলো।