এই হাতের পরশে ফুটল না একটি ফুল,
বৃক্ষটি লতা পাতা দিয়ে হতে পারল না সতেজ।
এই মানবটি একটি নারীর হৃদয়ে জাগাতে পারল না প্রেম,
বাসতে পারল না ভালো।
এই মানবটি হতে পারল না কারো আপন
একাকিত্ব হয়ত তার সাধন
এখানেই বুঝি তার জীবন,
জীবনের মহা আনন্দ
মহা বেদনা লুকায়িত তার।
সঙ্গী হয়েছে সঙ্গ দিয়েছে একাকিত্ব তারে
বাসেনি কোন নারী ভালো
পায়নি কোন নারীর পরশ,
হতে পারেনি প্রেমিক
হতে পারেনি মানুষ।
মানুষের ঘর আছে
সুখ আছে, শান্তি আছে
তার নাই ঘর তার নাই ঠিকানা
আছে শুধু একাকিত্ব
আছে ব্যক্তিগত বেদনা।