প্রতিবাদ করতে জানিনে
প্রতিবাদ কাকে বলে তা-ও বুঝিনে,
প্রতিবাদী মন হয়ে উঠেনি আমার এই মন।
আমি তোমায় নিয়ে
প্রতিবাদ করতে পারবোনে,
আমার সাহস হয়নি হবেও না।
আচ্ছা, ভালোবাসা যায় যাকে
তাকে নিয়ে কী প্রতিবাদ করা যায়?
জানা নেই আমার,
ভালোবাসি আমি তোমায় খুব।
ভালোবাসার মানুষের বিরুদ্ধে
প্রতিবাদ করা যায়নে।
আমি তোমায় নিয়ে
প্রতিবাদ করতে পারবোনে,
আমি পারবো, তোমায় নিয়ে
কবিতা লিখতে, মহাকাব্য লিখতে,
পারবো ভালোবাসতে তোমায়।
আমি তোমায় নিয়ে অনেক কিছুই করতে পারি
শুধু পারবোনে প্রতিবাদ করতে।
তুমি কী করে পারলে প্রতারণা করতে
বলবে কী?
তোমার মুখে হাসি শোভা পায়
প্রতারণা নয়।
নারীর হাসি ফুলের মাঝে নয়
নয় চাঁদেরও মাঝে, নারীর হাসি
নারীর মুখেই সুন্দর দেখায়।
আমায় ভালোবাসতে হবে
তা আমি তোমায় বলেনি,
শুধু বললেই হতো আমায়
আমি তোমার প্রিয় নই,
তবুও নিজেকে বলতে পারতেম
আমি ভালোবেসেছি তোমায়।
যাকে ভালোবাসা যায় তাকে নিয়ে
প্রতিবাদ করা যায়নে,
আজ কবিতা লিখি আমি
তোমায় নিয়ে কাব্য লিখি, মহাকাব্য,
যে কাব্যে শুধুই তুমি
যে কবিতায় শুধুই তুমি,
খুব ভালোবাসি তোমায়।