হে শীতের বাতাস ক্যান অসহায়ের পিছ
তাকাও ধনীর পোশাকের দিক,
ধনীর আছে ঘরে এসির গরম বাতাস
দামি কম্বলে শুয়ে কাটিয়ে দেয় রাত।
আমি অসহায় শুয়ে থাকি পথের ধারে
মশা ভাই রক্ত খায় খুব আদর করে,
ধুলোবালি আমার বন্ধু
পথে থাকা কুকুর আমার পরম আত্মীয়।
সর্দি কাশি রোগ, এগুলো আমার জীবনে এখন আনন্দ শোক!
হে শীতের বাতাস ক্যান অসহায়ের পিছ
তাকাও ধনীর পোশাকের দিক।
ধনীর আছে নামি-দামি ডাক্তার
ব্যাংকে আছে লাখ লাখ টাকা,
তাদের ঘরে যাও তুমি পাবে তাদের সেবা।