জাম গাছেতে জাম দেখি না
দেখি এখন আম,
আম গাছেতে দেখি এখন জাম!
বিড়ালে এখন মাছ খায় না
খায় দেখি ঘাস,
ছাগলে দেখি খায় মাছ!
জলের উপর ফুলের খেলা দেখি না
দেখি ফুলের উপর জল,
সত্য বললেই জীবন রসাতল!
বুকে এখন প্রেম দেখি না
প্রেম দেখি মুখে,
গোলাপ তাই শোকে!
দেশটা এখন নাট্যমঞ্চ
প্রতিদিন কত নাটক ঘটে,
তা দেখে দিন কাটে!
মানুষে মনুষ্যত্ব দেখি না, মানুষ বলি কাকে
তাই “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
পাঠ করি দমে দমে!