দুখী কহিল দুখীর কথা
সুখী শুনিয়া হাসিল তাহার ব্যথা।
এবার সে কহিল,
“মানুষ চিনিয়া মানুষ বুঝিয়া
মন, মানুষ হইও।
সকলে তো মানুষ হইয়াছে!
তাই নিজেরে চিনিতে সাধ জাগিয়াছে।
এবার সে আবার কহিল,
“আহারে মানুষ নিজেরে জানিয়া
নিজেরে বাঁচাও,
অন্যের দুখে মন ক্যানে নাচাও?
অন্যের সুখে নিজেরে হাসাও।
সুখী হিংসায় জ্বলিয়া পুড়িয়া
দুখী তাহা দেখিয়া
মনে মনে যায় কাঁদিয়া।