পৃথিবী চায় বাঁচতে
সেও চায় হাসতে
তারও অধিকার আছে
জমিনে হাঁটতে
তবে কেনো তোমরা
পায়ে শিকল পরিয়ে
উড়তে বলো মুক্ত আকাশে?