ভদ্র দেবতার পোশাক পরে
ঘুরে দুষ্ট দেবতা পথে,
নারী তোমার চারিদিকে
হরেকরকম ফুল ফোটে।
কোনো কোনো ফুলের মুখের বুলি
শুনলে মনে হয় মস্ত বড় সে ওলি,
কোনো ফুল তোমার কমেন্ট বক্সে
দেয় প্রসংশার তালি।
বুলি শুনে তালি পেয়ে
ধরতে যেও না ফুল,
বিঁধবে হাতে কাঁটা
ঝরবে রক্ত চোখের কোণে!
ভাঙবে তোমার মনমন্দির।
হায় কতশত ভুল!
ভদ্র দেবতা পেয়েও—
তখন দেবে না আর পূজো
বুঝবে না দেবতার মর্ম।
শোনো নারী তুমি
ভদ্র দেবতারা চায় পূজো,
আর দুষ্ট দেবতারা খুঁজে
রূপ কিংবা কাঁচা মাংসের গন্ধ!
নারী তোমার চারিদিকে
হরেকরকম ফুল ফোটে।