এই শহরের পথগুলো আমাকে চিনে,
দেখলেই বলে ওই যে ক্লান্ত পথিক, শুধু তুমিই চিনলে না!
ফার্মগেট, শাহবাগ, টিএসসির পথ আমাকে চিনে-
আমাকে চিনে ধানমন্ডি সাতাইশ, বত্রিশ, এলিফ্যান্ট রোড,
শুধু চিনো না তুমিই! চিনলেই না তুমি!
এই শহরের ধুলোবালিগুলো আমার সাথে কথা বলে,
বৃক্ষগুলো তাকিয়ে দেখে এক অসহায় ক্লান্ত পথিককে,
আর বলে হায় প্রেম তুমি কত কেজি সুখে সুখী মানুষ,
আমি মাথা নিচু করে হাঁটি শহরের পথ-
অসহায় ক্লান্ত পথিক, এই প্রেমিককে তুমি জানতেই চাইলে না!