ভালো আছি সুস্থ আছি
আলহামদুলিল্লাহ্।
কত মানুষ কত কষ্টে, ক্ষুধায় কাঁদে
মেডিকেলে শুয়ে তোমাকে ডাকে।
ভালো আছি সুস্থ আছি
শুকরিয়া আদায় করি তোমার পবিত্র দরবারে।
ভালো রাখো তুমি সবাইকে
ক্ষমা করো প্রভু, তাকাও দয়ার নজরে।
তুমি রহিম তুমি রহমান
দুঃখীর দুঃখ ঘুচে দিও, তুমি মান করো দান,
তুমি নিতে পারো তুমি দিতে পারো
তুমিই সর্বশক্তিমান।
তুমি মহান
প্রভু তুমি মহান,
ভালো আছি সুস্থ আছি তোমার দান।