রঙ রসে কাটাইলা দিন
মন তুমি হেসে
মহাজনের ষোলআনা
খাইলা অবশেষে
প্রেমের গন্ধ না নিয়া
নিলা কামের গন্ধ
রঙ রসে মজে রইলা
পেয়ে কামিনীর সঙ্গ
মহাজন হইছে বেজার
না পাইয়া ষোলআনা
শেষ জীবনে জপো আল্লা
না খাইতে পেরে দানা
অধম নূর ইসলামে কয়
যদি থাকে মন সময়
ধরো গুরুর সঙ্গ
ঘুচে যদি তার পরশে
তোমার কলংক
থাকতে দেহে যৌবন
আল্লাহর প্রেমে হও ফানা
তবেই মিলাতে পারবে হিসাব
হাশরে ষোলআনা