ব্যস্ত রাস্তায় ব্যস্ত গাড়ির চাকা
ঘুরছে মানুষ ছুটছে হায় বদল হচ্ছে টাকা।
কেউ নেই থেমে
দুঃখ ঘুচতে শান্তি খোঁজে শরীর যায় ঘেমে।
কোন সুখের আশায়
লোভ লালসা মোহ বাসা বেঁধেছে অন্তরায়।
চুষে খাচ্ছে নিজেকে নিজে মানুষ
কার ক্ষতি কে করছে নাই সে হুঁশ।
ধুলো জমছে চোখে মুখে
কষ্ট আছে বুকে, ভরেছে শহর নষ্ট লোকে।