আমার জীবনে বিশেষ কেউ নেই,
পথ চলতে গেলে কেউ জিজ্ঞেস করবেন কোথায় যাচ্ছো?
খেলাম না খেলাম, কেমন আছি,
কেউ জিজ্ঞেস করবেন,
তাই জীবন নিয়ে ওতো চিন্তা করিনা।
তাদের জন্য তারা চিন্তা করবে, যাদের কেউ থাকে
যাকে ভালোবাসতে অনেককিছু লাগে,
আমাকে কেউ বলবে না এটা লাগবে
ওটা নিয়ে আসবে,
তাই আমার চিন্তা নেই
আমার জীবনে বিশেষ কেউ নেই।
মানুষ একটু সুখে থাকার জন্য ভালোবাসা খুঁজে
দুচোখে স্বপ্ন আঁকে, আশায় বাঁচে।
আমার স্বপ্ন নেই, সুখ নেই,
আশা নেই, বিশেষ কোন মানুষ নেই।