ওরে কঠিন সত্য জেনে যেজন
সত্য ভালোবাসে মন
তারে তোমরা পাগল বইলো না,
তোমরা যতই মিথ্যে বলো
যাইয়া দেখি সত্যের কাছে সে ভালো
ওরে অধমের নছিব হইয়াছিল
দেখিতে সে পাইয়াছিল
সত্যের সেই একটু আলো।
সত্যের কথাই ছন্দে বলি
তাই তোমরা দেও গালি,
সে আলোর দেশে সত্য থাকে
সত্যকে নির্বোধেরা মিথ্যা বলে!
সত্য তোমার চরণ ধরিয়া
অধম যেন যাই মরিয়া,
নত যেন না হই মিথ্যের কাছে
তোমার রূপ অধম দেখিয়াছে।