আমি লিখতে পারিনা
আমি বলতে পারিনা
লিখতে গেলে
বলতে গেলে
পিছন হতে আঘাত করে
শোনায় মৃত্যুর কথা।
আমার প্রয়োজন কলম
আমার প্রয়োজন খাতা
আমি লিখতে গেলে
বলতে গেলে
কেড়ে নিয়ে খাতা কলম
শোনায় মৃত্যুর কথা।
আমি পথ চলতে পারিনা
আমি পা ফেলতে পারিনা
চলতে গেলে
পা ফেলতে গেলে
শোনায় মৃত্যুর কথা।
স্বাধীন ভূমিতে আমি এক
পরাধীন নাগরিক
স্বাধীন ভাবে চলতে গেলে
চলতে বলে উল্টো দিক।
আমার ভূমিতে আমি লিখবো
আমার ভূমিতে আমি বলবো
আমার ভূমিতে আমি চলবো
অথচ আমি লিখতে পারিনা
আমি বলতে পারিনা
আমি চলতে পারিনা
পিছন হতে আঘাত করে
শোনায় মৃত্যুর কথা।