এখন আমি বুঝি
কত ভুল করেছি
ধাপে ধাপে পাড়ায় পাড়ায়
পূর্ণ ভুলের খাতা ধরায়
দমে দমে বয়স কমে
ছাব্বিশ বছর গেছে চলে।
যৌবনে খেলার সাথী
ছলেবলে সব নিলো কাঁড়ি
ছয়জনের চাহনি
আমায় ভাবায় দিন রজনী
এখন আমি বুঝি
কত ভুল করেছি।
মায়ের কোলে ছিলো সুখ
ছিলো না আমার দুখ
ব্যথা ভরা আমার বুক
নয়ন জলে ভাসি
এখন আমি বুঝি
কত ভুল করেছি।
যাদের আছে পিতা মাতা
দিও না কেউ মনে ব্যথা
পাইবা না সুখের দেখা
জীবন বড্ড একা
দমে দমে বয়স কমে
ছাব্বিশ বছর গেছে চলে
তাই এখন বলি
কত ভুল করেছি।