আদরের দ্বিতীয় মা আমার
রাত হলে আমার বুকে মাথা রেখে ঘুমায়,
এখন সে বড় হয়ে যাচ্ছে
আর আমি হয়ে যাচ্ছি ছোট হায়!
একদিন তাকে বললাম
তুমি দিন দিন বড় হয়ে যাচ্ছো যে
আর আমি হচ্ছি ছোট হে,
কিছুদিন পর এই বুকে মাথা রেখে
ঘুমাতে পারবেন না আর।
সে হেসে বলল কেনো?
তখন তো আমি ছোট হয়ে যাবো
হ্যাঁ, যখন তুমি বড় হবে।
আচ্ছা, আমি ছোট হলে
তোমার চরণে মাথা রেখে ঘুমাতে দেবে?
ঠিক যেমন আমার গর্ভধারিণী মা আমাকে রেখেছিলো
তার কোলে, চরণে।
জানো, একদিন আমি দূর আকাশের তারা হবো
তোমার ঘরে চাঁদ হয়ে আলো দেবো,
তুমি তখন ডাকবে ‘আয় আয় চাঁদ মামা
আলো দিয়ে যা।’
তোমার পুত্র যখন ঘুমিয়ে পড়বে তোমার বুকে
আচ্ছা, তখন তুমিও কি তাকে
আমার কবিতা গল্প শোনাবে?
তুমি যে আমার দ্বিতীয় মা
তার মতো আমিও তোমাকে মা বলে ডাকি।