দিন রাত্রি কত করেছি পাপ
হিসাব দিতেই হবে হাসরের মাঠ।
সময় থাকতে গড়ো পূণ্যের ভান্ডার।
একটু দাঁড়াও পথিক, দোয়া করো
আমি কবরবাসী যেন পাই মাফ।